Post Image

মোটরযানের ইঞ্জিন পরিবর্তন: প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজ

মোটরযানের ইঞ্জিন পরিবর্তনের জন্য বিআরটিএ অফিসে প্রয়োজনীয় আবেদন ও দলিলাদি জমা দিতে হবে। আবেদন যাচাই ও পরিদর্শনের পর অনুমোদন ও নতুন ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট (ডিআরসি) প্রদান করা হয়।


মোটরযানের মালিককে ইঞ্জিন প্রতিস্থাপন সম্পন্ন হওয়ার চৌদ্দ দিনের মধ্যে সংশ্লিষ্ট বিআরটিএ অফিসে আবেদন করতে হবে। এই আবেদনে ইঞ্জিন পরিবর্তনের সকল তথ্য সঠিকভাবে উল্লেখ করতে হবে। আবেদন যাচাই হওয়ার পর, সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোটরযানটি পরিদর্শনের জন্য মোটরযান পরিদর্শককে নির্দেশনা প্রদান করবেন।

সন্তোষজনক পরিদর্শন প্রতিবেদন পাওয়ার পর, কর্তৃপক্ষ ইঞ্জিন পরিবর্তনের অনুমোদন প্রদান করে একটি প্রাপ্তিস্বীকার পত্র জারি করবেন, যা অস্থায়ী নিবন্ধন সনদ হিসেবে কাজ করবে। এই প্রাপ্তিস্বীকার পত্রে নতুন নিবন্ধন সনদ (ব্লুবুক) / ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট (ডিআরসি) প্রদানের সম্ভাব্য তারিখ উল্লেখ থাকবে। পরবর্তী ধাপে, ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রস্তুত হলে গ্রাহকের মোবাইলে মেসেজের মাধ্যমে জানানো হবে।

দ্রষ্টব্য: ইঞ্জিন পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন করতে ফিটনেস এবং ট্যাক্সটোকেন হালনাগাদ থাকতে হবে।

প্রয়োজনীয় কাগজ:

ইঞ্জিন পরিবর্তন করার জন্য নিচের দলিলাদি জমা দিতে হবে:

  • মালিকের স্বাক্ষর সম্বলিত আবেদন পত্র - ১ কপি (ডাউনলোড করতে হবে)
  • মূল নিবন্ধন সনদ (কাগজের নিবন্ধন সনদ/ব্লুবুক হলে হোম কপিও জমা দিতে হবে)
  • ইঞ্জিন পরিবর্তন ফি জমার রশিদের বিআরটিএ কপি
  • হালনাগাদ ফিটনেস সনদের ফটোকপি - ১ কপি
  • হালনাগাদ ট্যাক্স টোকেনের ফটোকপি - ১ কপি
  • ইঞ্জিন আমদানির কমার্শিয়াল ইনভয়েসের নোটারী করা কপি - ১ কপি
  • ইঞ্জিন আমদানির বিল অব এন্ট্রির নোটারী করা কপি - ১ কপি
  • ইঞ্জিন আমদানির এসেসমেন্ট নোটিশের নোটারী করা কপি - ১ কপি
  • ইঞ্জিন আমদানির বিল অব ল্যাডিং-এর নোটারী করা কপি - ১ কপি
  • ইঞ্জিন আমদানির এলসিএর নোটারী করা কপি - ১ কপি

উপরের নিয়ম মেনে যে কেউ সহজেই নিজের মোটরযানের ইঞ্জিন পরিবর্তন করতে পারবেন।

FAQ – সাধারণ প্রশ্নোত্তর

প্রশ্ন: ইঞ্জিন পরিবর্তনের জন্য কি গাড়ি সরাসরি পরিদর্শনে দিতে হয়?
উত্তর: হ্যাঁ। আবেদন যাচাইয়ের পর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) নির্দেশনায় মোটরযান পরিদর্শক গাড়িটি সরেজমিনে পরিদর্শন করেন।
প্রশ্ন: ইঞ্জিন পরিবর্তনের কত দিনের মধ্যে বিআরটিএতে আবেদন করতে হয়?
উত্তর: ইঞ্জিন প্রতিস্থাপন সম্পন্ন হওয়ার ১৪ দিনের মধ্যে সংশ্লিষ্ট বিআরটিএ অফিসে আবেদন করতে হবে।
প্রশ্ন: কোন বিআরটিএ অফিসে ইঞ্জিন পরিবর্তনের আবেদন করা হয়?
উত্তর: যে বিআরটিএ সার্কেল অফিসে মোটরযানটি নিবন্ধিত, সেই সার্কেল অফিসেই আবেদন করতে হবে।
প্রশ্ন: ইঞ্জিন পরিবর্তনের পর কি নতুন রেজিস্ট্রেশন সনদ দেওয়া হয়?
উত্তর: হ্যাঁ। অনুমোদনের পর নতুন ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট (DRC) বা ব্লুবুক প্রস্তুত করা হয়।
প্রশ্ন: ইঞ্জিন আমদানির কাগজপত্র কেন প্রয়োজন?
উত্তর: ইঞ্জিনটি বৈধভাবে আমদানি করা হয়েছে কি না তা যাচাইয়ের জন্য ইনভয়েস, বিল অব এন্ট্রি, বিল অব ল্যাডিং, এলসি ও এসেসমেন্ট নোটিশের নোটারী করা কপি প্রয়োজন হয়।
প্রশ্ন: ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রস্তুত হলে কীভাবে জানা যাবে?
উত্তর: ডিআরসি প্রস্তুত হলে বিআরটিএ থেকে আবেদনকারীর নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হয়।

WhatsApp Chat
×